নিজস্ব সংবাদদাতা : ওড়িশায় ব্যাপক বিক্ষোভ। ভুবনেশ্বরে বিক্ষোভে অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের বেশ কিছু দাবি রয়েছে। সেই দাবি পূরণের লক্ষ্যেই বিক্ষোভের পথ বেছেনিয়েছেন তারা। সরকারি কর্মীর মর্যাদা এবং পারিশ্রমিক বৃদ্ধির দাবি করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তারা ভারতীয় মজদুর সংঘের তত্ত্বাবধানে রাজ্য বিধানসভা ভবনের কাছে অবস্থান বিক্ষোভ করেছে।