নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রায়গড় পুলিশ জানিয়েছে, ভূমিধসের ফলে চারজনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছে। এনডিআরএফের দুটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। পুলিশ আরও জানিয়েছে যে অভিযানে যোগ দেওয়ার জন্য মুম্বই থেকে আরও দুটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
এদিকে, ঘটনার পর রায়গড় পুলিশ একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে, তবে অনেকে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ ও জেলা প্রশাসনের শতাধিক কর্মকর্তা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত এবং দাদা ভুসে রায়গড় জেলার খালাপুরের ইরশালওয়াড়িতে পৌঁছেছেন, যেখানে গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে। এনডিআরএফ এবং রায়গড় পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।