হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে পাঞ্জাবেও।

পাঞ্জাবে সতলেজ নদী উত্তাল রূপ ধারণ করেছে। ফিরোজপুর জেলার প্রায় ৫০টি গ্রাম বন্যার কবলে পড়েছে। মাল্লানওয়ালার আলে ওয়ালা গ্রামে জলে ভেসে যায় দুই যুবক। একজনকে খুঁজে পাওয়া গেলেও অন্যজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

অনেক গ্রাম থেকে প্রাণী জলে প্রবাহিত হয়েছে বলে জানা গেছে। গ্রামবাসীদের সহায়তার জন্য সেনা ও এনডিআরএফকে ডাকা হয়েছে। জল হুসেইনিওয়ালার পাশের ১৫ টি গ্রাম এবং বিএসএফের সুবিধার্থে নির্মিত একটি সেতু ক্ষতিগ্রস্থ করেছে।