নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ গোরক্ষপুর যাওয়ার পথে গোদান এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনের কাছে। এতে ট্রেনের শেষ প্রান্তে থাকা পণ্যবাহী বগির ভেতরে আগুন লাগে বলে জানা গিয়েছে।
সূত্রে খবর, আগুন লাগার পর তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে আশপাশের বগির যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। ঘটনাস্থলে দমকল বাহিনীকে ডাকা হয় এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করা হয়।
ভারতীয় রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হননি। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে ট্রেনটি গন্তব্যের দিকে এগিয়ে যায়।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক প্যানেলের ভেতরে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।