নিজস্ব সংবাদদাতাঃ সদ্য প্রয়াত হয়েছেন ক্যাপ্টেন অংশুমান সিং। তাকে মরণোত্তর কীর্তিচক্র সম্মানে ভূষিত করেছেন ভারতের রাষ্ট্রপতি। সেই সম্মান গ্রহণ করেছেন তার স্ত্রী এবং মা।
তবে সেই সম্মান গ্রহণের পরেই স্ত্রী স্মৃতি সিংয়ের ওপরে অভিযোগ এনেছেন ক্যাপ্টেনের বাবা মা। তাদের অভিযোগ যে, ছেলের সব জিনিস পত্র এবং সম্মানচক্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে পুত্রবধূ স্মৃতি। এমনকি তাদের সাথে কোনও যোগাযোগও রাখেন না সে।
তাদের কথায়, '' তাদের পুত্রবধূ তাদের ছেড়ে চলে গেছে। " এমনকি তার বাবা মা যে এটিএমটি ব্যবহার করছিলেন সেটিও ব্লক করে দেয় তাদের পুত্রবধূ।
এবার এইসব অভিযোগের যোগ্য জবাব দিলেন পুত্রবধূ স্মৃতি। তার কথায়, '' যার যেমন চিন্তাধারা, তাই বলবে। আমার কোনও আপত্তি নেই। আমি এখন বাইরে আছি, তাই এ বিষয়ে তেমন কোনও তথ্য নেই। পরে উত্তর দেব। ''