নিজস্ব সংবাদদাতা: বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, 'আগে বিয়ে করুন , হিন্দু জন সংখ্যা বাড়ান'। সংখ্যালঘুদের টেক্কা দিতে এবার পথে নামলো বিশ্ব হিন্দু পরিষদ । আরএসএস (RSS) নির্দেশ তারা ঠিক করেছে , হিন্দু যুবক যুবতীদের বিয়ে করতে হবে ২৫ বছরের মধ্যে। তাতেই হিন্দু জনসংখ্যা বাড়বে ।
গত সপ্তাহে শেষ দিকে কুম্ভে ১৮ নম্বর সেক্টরে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা হয় । সেখানে এই সিদ্ধান্ত হয় তিন দিনের এই সাংগঠনিক সভায় তারা আবেদন করেছেন, জনসংখ্যা ভারসাম্য রক্ষা করতে হিন্দু যুবক যুবতীদের এগিয়ে আসতে হবে। প্রস্তাব নেওয়া হয়েছে , হিন্দু মূল্যবোধ অভাবে পারিবারিক ব্যাবস্থা হুমকির মুখে ।
বিশ্ব হিন্দু পরিষদের মতে, বৈদিক নীতি অনুসারে গৃহস্ত আশ্রমে (সাংসারিক জীবন) প্রবেশের সঠিক বয়স ২৫ বছর । আপনি কবে বিয়ে করবেন, এখন থেকে ঠিক করবে এরা। আপনি চাকরি করেন কিনা , বা সংসার চালানোর যোগ্যতা আছে কিনা - এসব দূরে । একবিংশ শতাব্দীতে এখন বৈদিক যুগ ঠিক করবে আপনার জীবন কি ভাবে চলবে? যা সংবিধানের মৌলিক অধিকার বিরোধী ।