শুক্রবারও বাতিল বহু ট্রেন! করমণ্ডল দুর্ঘটনার পর কেন পরিষেবায় বিঘ্ন?

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনাটি দেশকে কাঁপিয়ে দিয়েছে। তারপর থেকে বাহানগা বাজার স্টেশনে মেরামতির কাজ চলছে। শুক্রবারও এর জেরে ওই লাইনের অনেক ট্রেন বাতিল করা হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
cor9

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। তার পর ৬ দিন কেটে গিয়েছে। তবু সেই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হল না। বৃহস্পতিবারের পর শুক্রবারও ওই লাইনের অনেক ট্রেন বাতিল করে দেওয়া হল। বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই তালিকা জানিয়েছে রেল।

যে ২৬টি ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল- বাংরিপোসি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল, বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস, দিঘা-বিশাখাপত্তনম সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-মাইসুরু সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, জলেশ্বর-পুরী মেমু স্পেশাল, খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, খড়্গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস, ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল, পুরী-জলেশ্বর মেমু স্পেশাল, পুরী-পটনা স্পেশাল, পুরী-বাংরিপোসি সুপারফাস্ট এক্সপ্রেস, খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস, ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল, পুরুলিয়া-ভিলুপ্পুরম দ্বিসাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস।