আজও বাতিল প্রচুর ট্রেন! দুর্ভোগের শেষ কবে?

ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনার পঞ্চম দিন আজ।ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতির পর ট্রেন চলাচল শুরু হলেও দুর্ঘটনার পঞ্চম দিনে অর্থাৎ সোমবার প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর রেল সূত্রে।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনার পঞ্চম দিন আজ। দুর্ঘটনার পর থেকেই প্রভাবিত হয়েছে রেল পরিষেবা। নিত্যদিনই বাতিলের তালিকায় থেকেছে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। যার জেরে ভোগান্তি চরমে উঠেছে রেল যাত্রীদের। ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতির পর ট্রেন চলাচল শুরু হলেও দুর্ঘটনার পঞ্চম দিনে অর্থাৎ সোমবার প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর রেল সূত্রে। মূলত, দক্ষিণ ভারতগামী যে ট্রেনগুলি রয়েছে, সেই পথে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিষেবা।  বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল ও পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস। ফলে দুর্ভোগ যে এখনই শেষ হচ্ছে না তা একপ্রকার স্পষ্ট। এখন প্রশ্ন হল, কবে রেল পরিষেবা স্বাভাবিক হবে? কবে হবে দুর্ভোগের শেষ?