নিজস্ব সংবাদদাতাঃ নতুন মাসের শুরুতেই চরম ভোগান্তির শিকার হতে হল রেলযাত্রীদের। ঘন কুয়াশার জেরে বহু ট্রেন দেরীতে (Train Late) চলছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু ট্রেনকে বাতিল (Train Cancelled) অবধি করে দেওয়া হয়েছে। ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে এবং বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের সিপিআরও হিমাংশু শেখর উপাধ্যায়। তিনি বলেছেন, "ট্রেনের গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার কিন্তু কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গেলে গতি কমাতে হয়। এটা ড্রাইভারের উপর নির্ভর করে যে সে কত দ্রুত ট্রেন চালাতে চায়। আমরা চেষ্টা করি যাতে কমপক্ষে ৬০ থেকে ৮০ কিলোমিটার গতি বজায় রাখা যায় তবে এটি ড্রাইভারের উপর নির্ভর করে। আমাদের অগ্রাধিকার হচ্ছে, একটু দেরি হলেও মানুষ যেন নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছায়। ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিলে তারা খাবার এবং স্ন্যাকস সরবরাহে অসুবিধার সম্মুখীন হতে পারে। তাই সমস্ত রেল স্টেশনকে দিনরাত খাবার ও স্ন্যাকসের দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।“