কর্ণাটকে দুর্নীতির জাল বিস্তার করছে কংগ্রেস, প্রমাণ দিল বিজেপি

'কংগ্রেস সবচেয়ে বেশি এসসি, এসটি এবং উপজাতি বিরোধী দল'৷

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
MP Rahul GH1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাতীয় কমিশন ফর এসসি/এসটি, এসসি/এসটি তহবিল অপসারণ নিয়ে কর্ণাটক সরকারের কাছে বিশদ প্রতিবেদন চেয়েছে। এই নিয়ে এদিন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেস সবচেয়ে বেশি এসসি, এসটি এবং উপজাতি বিরোধী দল৷ তারা প্রায় ১৪ হাজার কোটি টাকা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে৷ কর্ণাটকের বাজেটের ৩৭ শতাংশ গ্যারান্টি পূরণ করার জন্য কর, জল, ডিজেল, পেট্রোল এবং দুধের দাম বাড়ানো হয়েছে। সম্প্রতি তাদের মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল কারণ তারা একটি বড় কেলেঙ্কারি করেছে। বাল্মীকি আদিবাসী উন্নয়ন কর্পোরেশনে যে আর্থিক দুর্নীতি হয়েছে, সেখানে কংগ্রেস নেতারাই কোটি কোটি টাকা চুরি করেছে। আর এই সব কিছুই বুঝিয়ে দেয় যে কংগ্রেস সবচেয়ে দলিত বিরোধী দল”।

 

shezad poonawala aq1.jpg

Adddd