এখনও জলবন্দি! ত্রাণের ভরসায় দিন কাটছে চেন্নাইয়ের বাসিন্দাদের

চেন্নাইয়ের এখনও বেশ কিছু অংশ জলমগ্ন। সাধারণ মানুষের এখন ভরসা শুধু ত্রাণ।

author-image
Tamalika Chakraborty
New Update
CHENNAI WATER LOG.jpg

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবার থেকেই অন্ধ্রপ্রদেশ উপকূলের পাশাপাশি তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জেরে জলের তলায় চলে যায় চেন্নাই।  শুধু চেন্নাইয়ে মিগজাউমের প্রভাবে ২৭ জনের মৃত্যু হয়েছে।  চেন্নাইয়ের গুবেরান নগরের মাদিপাক্কাম এলাকার কিছু আবাসিক এলাকা এখনও জলমগ্ন।