নিজস্ব সংবাদদাতাঃ পুরীর জগন্নাথ মন্দির চত্বরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবারের এই ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় জগন্নাথধামে। আহতদের ভর্তি করা হয়েছে পুরী হাসপাতালে। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন ৩০ জন।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
জানা গিয়েছে, মঙ্গল আরতির সময়ে অত্যধিক ভিড় হয়ে গেছিল। যার জন্য এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সকল ভক্তদের একসঙ্গে মন্দিরে ঢুকতে দেওয়াতেই বিপত্তি। সেই জন্যই বিশৃঙ্খলা তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ব্যারিকেড ছিল না নটমণ্ডপ এবং জয়-বিজয় দ্বারের কাছে। ফলে সামলানো যায়নি ভিড়। তার জেরেই ঠেলাঠেলি-ধাক্কাধাক্কি লেগে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মন্দির প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তবে আগামী দিনে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। প্রতি বছরই কার্তিক মাসে বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় করেন পুরীর জগন্নাথ মন্দিরে। ব্যতিক্রম নয় এই বছরও।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)