নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি জলসঙ্কট নিয়ে জলমন্ত্রী অতীশিকে করলেন আক্রমণ।
মনোজ তিওয়ারি বলেন, "এই জলের সঙ্কট প্রতি বছরই হয়…অতীশি কাকে ঠকাচ্ছে?…অতীশি একটা শ্বেতপত্র নিয়ে আসুক যেখানে লেখা থাকবে গত ১০ বছরে পাইপগুলো কোথায় কোথায় বদলানো হয়েছে..এরা অলস ব্যক্তি। তাদের কোনো নীতি বা কাজ করার উদ্দেশ্য নেই শুধু রাজকোষ লুট করতে চায় যার কারণে তারা শাস্তি পাচ্ছে... আমি অতীশিকে বলতে চাই যে তাদের প্রয়োজনের চেয়ে বেশি জল দেওয়া হচ্ছে কিন্তু তাদের কি জল সরবরাহের ব্যবস্থা আছে? দিল্লির মানুষ এখন তাদের শাস্তি দেবে, দিল্লি এই লোকেদের চায় না যারা অজুহাত তৈরি করে, দিল্লি চায় সেই লোকেদের যারা সমস্যার সমাধান করবে।"