নিজস্ব সংবাদদাতা: সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন, "আমরা মনে করি না যে সাংসদ হয়ে আমি রাস্তায় যেতে পারব না। আমার কাছে শিবসেনা নেতা এবং মুম্বাদেবী বিধানসভা কেন্দ্রের প্রার্থী শাইনা এনসির প্যামফলেট আছে। মহাযুতি মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে। মানুষ শাইনা এনসিকে ভোট দেবে।" প্রধানমন্ত্রী মোদীর 'এক হ্যায় তো নিরাপদ হ্যায়' স্লোগানে তিনি বলেছেন, "প্রত্যেক মানুষই ঐক্যের কথা বলেন। কিছু মানুষ 'এক হ্যায় তো সেফ হ্যায়' এই স্লোগান দিচ্ছেন, যাঁরা দেশ ও মহারাষ্ট্রকে ভালোবাসেন, তাঁরা যেন মিথ্যে কথা বলতে চান এবং তাঁদের মতো লোকদের ক্ষমতায় আসতে দেবেন না। "
মিথ্যাবাদীদের কোনওভাবেই ক্ষমতায় আসতে দেবেন না! মনোজ তিওয়ারির মন্তব্যে নতুন করে বিতর্ক
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন,মিথ্যাবাদীদের কোনওভাবেই ক্ষমতায় আসতে দেবেন না।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন, "আমরা মনে করি না যে সাংসদ হয়ে আমি রাস্তায় যেতে পারব না। আমার কাছে শিবসেনা নেতা এবং মুম্বাদেবী বিধানসভা কেন্দ্রের প্রার্থী শাইনা এনসির প্যামফলেট আছে। মহাযুতি মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে। মানুষ শাইনা এনসিকে ভোট দেবে।" প্রধানমন্ত্রী মোদীর 'এক হ্যায় তো নিরাপদ হ্যায়' স্লোগানে তিনি বলেছেন, "প্রত্যেক মানুষই ঐক্যের কথা বলেন। কিছু মানুষ 'এক হ্যায় তো সেফ হ্যায়' এই স্লোগান দিচ্ছেন, যাঁরা দেশ ও মহারাষ্ট্রকে ভালোবাসেন, তাঁরা যেন মিথ্যে কথা বলতে চান এবং তাঁদের মতো লোকদের ক্ষমতায় আসতে দেবেন না। "