নিজস্ব সংবাদদাতা : গতকাল রাত থেকেই পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিং-এর বাসভবনে,হামলার ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আর এবার এই ঘটনার নিন্দা করে, বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, "এই রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। বিশেষ করে বিজেপি নেতাদের ক্ষেত্রে তো একেবারেই তা নেই। বিজেপি নেতাদের লক্ষ্য করে রোজই আক্রমণ হচ্ছে।"
/anm-bengali/media/media_files/M1xQgRgqgtjVm8KtMMqw.jpg)
এছাড়াও তিনি আরও অভিযোগ করেন যে, "তৃণমূল সরকার গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাস করে না। দুষ্কৃতীদের কাজে লাগিয়ে এই রাজ্যে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করা হচ্ছে।"