'মন কি বাত, ভারত কি বাত'! প্রধানমন্ত্রী মোদি এবার 'টিভি'তে

'মন কি বাত' হল প্রথম কোনও প্রধানমন্ত্রীর প্রতি মাসে দেশবাসীর কাছে পৌঁছনোর পরিকল্পনা। ব্যাপক সাফল্য আর জনপ্রিয়তা পেয়েছে সেই উদ্যোগ। ২০১৪ সালের ৩ অক্টোবর তার যাত্রা শুরু হয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
modid.jpg

নিজস্ব সংবাদদাতা: কখনও প্রান্তিক এলাকার সাফল্য তো কখনও আমজনতার মনের কথা, তাঁদের সুখ-দুঃখের কথা গোটা ভারতের কাছে তুলে ধরেছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। দেশের 'মনের কথা' দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হয়েছে রেডিও। নরেন্দ্র মোদীর এই উদ্যোগে কার্যত প্রাণ ফিরে পেয়েছে অল ইন্ডিয়া রেডিও।

এবার ভারতের প্রধানমন্ত্রী মোদীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে ডকুমেন্টরি বা তথ্যচিত্র তৈরি করছে হিস্ট্রি টিভি। নাম দেওয়া হয়েছে, 'মন কি বাত, ভারত কি বাত'। ২ জুন অর্থাত্‍ আগামী কাল থেকে সেই তথ্যচিত্রের সম্প্রচার শুরু হবে শুক্রবার রাত ৮টায়। প্রতি মাসের শেষ রবিবার অল ইন্ডিয়া রেডিওতে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে বার্তা দেন যার নাম 'মন কি বাত'।