নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তাঁর সম্পর্কে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন, '' ১৯৯১ সালের অর্থনৈতিক সঙ্কটের সময় তিনি ছিলেন সূর্যের আলোর মতো। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোগী এবং কৃষকদের আশার পথ দেখিয়েছিলেন। আজ, কোটি কোটি মানুষ তাঁর আনা খাদ্য অধিকার কর্মসূচির মাধ্যমে খাদ্যের সুবিধা পাচ্ছে। মনরেগা ছিল মনমোহন সিং-এর কাজ। তিনি কথা কম বলতেন কিন্তু কাজ বেশি করতেন। দেশ তাঁর এবং তাঁর অবদানের কাছে ঋণী থাকবে। "
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তড়িঘড়ি এইমসে নিয়ে আসা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর বাড়িতেই হঠাৎ তিনি সংজ্ঞা হারান। বাড়িতেই তাঁর সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। এরপর রাত ৮টা ৬ মিনিটে এইমসের মেডিক্যাল ইমার্জেন্সিতে তাঁকে আনা হয়। বহু প্রচেষ্টা সত্ত্বেও তাঁর জ্ঞান ফেরানো যায়নি। রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।