নিজস্ব সংবাদদাতা : অবৈধ অভিবাসী ভর্তি প্লেন অমৃতসরে ল্যান্ড করিয়ে পাঞ্জাব ও পাঞ্জাবিদের অপমান করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। সম্প্রতি এমনটাই অভিযোগ করেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মন। কিন্তু এবার ভগবন্তকে কড়া বার্তা দিলেন দিল্লীর বিজেপি বিধায়ক তথা শীর্ষ বিজেপি নেতা মানজিন্দার সিং সির্সা। ভগবন্তের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে '' অবৈধ ট্রাভেল এজেন্টে পুরো পাঞ্জাব ছেয়ে গেছে, পাঞ্জাবের যুবকরা নিজেদের জমি-জায়গা বিক্রি করে এই ট্রাভেল এজেন্টদের পয়সা দেয় আমেরিকা যাওয়ার জন্য, আর এই ট্রাভেল এজেন্টরা তাদের টাকা লুটে নিয়ে, ঘুরপথে আমেরিকা পৌঁছানোর চেষ্টা করে। পাঞ্জাব সরকার এই ট্রাভেল এজেন্টদের থেকে টাকা নেয়, যারফলে এই ট্রাভেল এজেন্টদের সংখ্যা বেড়েই চলেছে। ভগবন্ত মনের বোঝা উচিত তিনি কিভাবে পুরো পাঞ্জাবকে ধ্বংস করছেন। ''