‘বিজেপি অপমাণ করে, কেজরিওয়াল কাজটা করে’, প্রচারের শেষ দিনে বললেন নেতা

'আমরা আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
manishsisod.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী ৫ ফেব্রুয়ারির আগে আজ প্রচারের শেষ দিন। জঙ্গপুরা এলাকায় একটি রোড শো করলেন আপ নেতা এবং জঙ্গপুরা আসনের বিধায়ক প্রার্থী মণীশ সিসোদিয়া। 

manish sisodia m,.mm.

প্রচারের মাঝেই এদিন মনীশ সিসোদিয়া বলেন, “একদিকে শিক্ষা এবং জনসাধারণের জন্য কাজ করার রাজনীতি চলছে, অন্যদিকে লুটপাটের রাজনীতি। আমি জনগণের কাছে আবেদন করছি শিক্ষিত এবং সৎ লোকদের একটি দল বেছে নেওয়ার জন্য। বিজেপি অপমাণ করে কিন্তু কেজরিওয়ালই কাজটি করেন। বিজেপি 'গুন্ডাগর্দি' করে নির্বাচন জিততে চায় কারণ তারা জানে যে তারা নির্বাচনে হেরে যাবে। আমরা আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব”।

Arvind kejriwal