নিজস্ব সংবাদদাতা: তাঁর গত ৪০ বছরের বইয়ের সংগ্রহ ধ্বংস হয়ে গেছে। তাঁর ওয়াইফাই সেটসহ মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়। তাঁর শিক্ষার পরিশ্রমের অর্থ দিয়ে তিনি যে ঘর সাজিয়েছিলেন তার একাংশ অংশ ছাই হয়ে যায়। আর দুষ্কৃতীরা এসব করেছে প্রতিবাদের নামে। তিনি প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও এটি ঘটেছে।
ঘটনার প্রায় এক মাস পর, কেন্দ্রীয় পররাষ্ট্র ও শিক্ষা প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এখনও তাঁর বই এবং মূল্যবান জিনিসপত্র হারানোর জন্য দুঃখ ভুলতে পারছেন না। ইম্ফলে তাঁর বাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছিল এবং এর কিছু অংশে আগুন লাগিয়ে দেওয়া হয় তাতে দুঃখিত মন্ত্রী এখনও এই ঘটনার সঙ্গে মানিয়ে উঠতে পারেননি। গত কয়েক মাস ধরে সহিংসতা এবং আইন-শৃঙ্খলার সম্পূর্ণ ভাঙন এবং সম্প্রদায় নির্বিশেষে শান্তিপ্রিয় স্থানীয় বাসিন্দাদের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের জন্য শোরগোল হয়েছে। ঘটনা অব্যাহত থাকা সত্ত্বেও সিং পদত্যাগ করতে অস্বীকার করেছেন।