Manipur violence : কী সিদ্ধান্ত সরকারের?

সহিংসতা! অশান্তি! ব্যাপক বিক্ষোভের সাক্ষী থেকেছে মণিপুর। ক্ষতিগ্রস্ত বহু মানুষ, ঘর-বাড়ি। এবার সরকারের সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোোো

নিজস্ব সংবাদদাতা :  মণিপুর সহিংসতার সময় বাস্তুচ্যুত লোকদের পুনর্বাসনের বিষয়ে এবার মুখ খুললেন খ্যমন্ত্রী এন. বীরেন সিং। তিনি জানান,"ধ্বংস হওয়া বাড়ির মধ্যে পাকা বাড়ি পুনর্নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা এবং কাঁচা বাড়িগুলির পুনর্নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এই অর্থ দেওয়া হবে মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্পের অধীনে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, 'এক পরিবার এক' 'আজীভিকা'-এর অধীনে, প্রতিটি দুস্থ পরিবারকে সুবিধা দেওয়া হবে। অর্থের পরিমাণ ১০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে যা সরকার প্রদান করবে।"

 

 

 

hiring.jpg