নিজস্ব সংবাদদাতা: 'ইমাগি মীরা' গ্রুপের আহ্বায়ক সুজাতা দেবী বলেছেন, “আমাদের কারো সাথে সমস্যা নেই। আমরা শুধু আগের মতো বাঁচতে চাই এবং মণিপুরে শান্তি চাই। আগামীকাল আসছেন রাহুল গান্ধী। তিনি যদি সমাধান খুঁজতে আসেন, তাহলে ভালো। তিনি যদি রাজনীতি করতে আসছেন, তাহলে সেটা ভুল।”