Manipur : উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর

সহিংসতায় মদত দেওয়া ব্যক্তি বা গোষ্ঠী এবং যে সব সরকারি কর্মচারী তাদের দায়িত্ব পালন করেননি তাদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত পরিচালনা করা হবে। সোমবার জানিয়েছেন মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (CM N Biren Singh)।

author-image
Pritam Santra
New Update
manipur

নিজস্ব সংবাদদাতাঃ সহিংসতায় মদত দেওয়া ব্যক্তি বা গোষ্ঠী এবং যে সব সরকারি কর্মচারী তাদের দায়িত্ব পালন করেননি তাদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত পরিচালনা করা হবে। সোমবার জানিয়েছেন মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (CM N Biren Singh)। তিনি বলেছেন, "ভিত্তিহীন খবর ও ভিত্তিহীন গুজব না ছড়ানোর জন্য আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি। এখনও পর্যন্ত ১ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী সহ ৩৫ হাজার ৬৫৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।"