নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের (Manipur) শিক্ষামন্ত্রী থাউনাওজাম বসন্তকুমার সিং এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল (COHSEM) দ্বারা পরিচালিত দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন। ফলাফল পাওয়া যাবে manresults.nic.in ওয়েবসাইটে। এই বছর সমস্ত শাখায় পাসের হার ৮৮.৬৮%, তেংনুপাল জেলা ৯৯.৯ শতাংশ পাসের হার নিয়ে সর্বাধিক নম্বর পেয়েছে এবং নোনিতে পাসের হার ৯৮.৭৪ শতাংশ। উখরুল জেলায় ন্যূনতম পাসের হার (৬৭.০৩ শতাংশ)। ২০২২ সালে পাসের হার ছিল ৯০.০৯ শতাংশ।সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাসের হার ৮৪.৩৪ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের পাসের হার ৯০.০ শতাংশ। সরকারি ও বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।