BIG BREAKING : মণিপুরের রাজনীতিতে বড় পরিবর্তন : পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী!

মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিং পদত্যাগ করেছেন। রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে তার পদত্যাগের প্রভাব ও তাঁর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানুন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী নংথোম্বাম বীরেন সিং আজ মণিপুর রাজ্যের গভর্নরের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্রে তিনি লেখেন, "মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে, আমি ১, নংথোম্বাম বীরেন সিং, আজ আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি। মণিপুরের জনগণের সেবা করা আমার জন্য একটি সম্মানের বিষয় ছিল।"

publive-image

এছাড়া তিনি আরো বলেন যে, "মণিপুরের মানুষের স্বার্থ রক্ষার্থে নানা পদক্ষেপ গ্রহণ, উন্নয়নমূলক কাজ এবং প্রকল্প বাস্তবায়নের জন্য আমি কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞ। একইভাবে, আমি আবেদন করছি, যাতে কেন্দ্র সরকার এই ধারা অব্যাহত রাখে।"

মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ পত্রে তার কিছু গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করেছেন, সেগুলি হলো -

১) মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা, যা দীর্ঘ ইতিহাস ও বৈচিত্র্যময় সভ্যতার প্রতিনিধিত্ব করে।

২) সীমান্তে অনুপ্রবেশ দমন ও অবৈধ অভিবাসীদের বিতাড়ন সংক্রান্ত নীতির প্রণয়ন।

৩) মাদক ও মাদক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা।

৪) বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া এবং FMR সংশোধন সহ কঠোর ব্যবস্থা চালিয়ে যাওয়া।

৫) দ্রুত কার্যকরী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা।

publive-image

মুখ্যমন্ত্রীর বীরেন সিং মণিপুরের জনগণের কল্যাণে তার সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখতে কেন্দ্রীয় সরকারের প্রতি তার আবেদন জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত, পদত্যাগের কারণ বা পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।