নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে হিংসা নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। পার্বত্য রাজ্য এরই মাঝে রাজ্যের ১৪ জন বিধায়ক (BJP) ২৫ ও ২৬ মে মধ্যরাতে গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। আগামী ২৯ শে মে শাহের মণিপুর সফরের কথা রয়েছে এবং রাজ্যে তিন দিন কাটানোর সম্ভাবনা রয়েছে। স্পিকার টি সত্যব্রতের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী আওয়াংবু নিউমাই, ডঃ সপম রঞ্জন সিং, এইচ ডিঙ্গো এবং সুশিন্দ্রো ইয়াইমা। ১০ জন বিজেপি বিধায়ক এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) দু'জন করে বিধায়কের সমন্বয়ে গঠিত একটি সর্বদলীয় দল ছিল। গুয়াহাটির ১ নম্বর কোইনাধারা গেস্ট হাউসে প্রায় ৪০ মিনিট ধরে এই বৈঠক চলে। স্বরাষ্ট্রমন্ত্রী ধৈর্য ধরে মণিপুরের বিধায়কদের উদ্বেগের কথা শোনেন। সম্প্রতি ইম্ফল উপত্যকার লোকেরা কীভাবে দুই মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছিল তা বিধায়করা উল্লেখ করেছিলেন। বিধায়করা বলেন, 'জনগণ যদি কোনো উন্নতি দেখতে না পায় এবং পরিস্থিতি একই থাকে, তাহলে পদত্যাগ করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।‘