মণিকর্ণিকা ঘাটে মৃতদেহের লম্বা লাইন! একটার উপর আরেকটা! এমন ঘটনা আগে ঘটেনি

মণিকর্ণিকা ঘাটে এখন দেহ পোড়ানোর জন্যও লম্বা লাইন।

author-image
Anusmita Bhattacharya
New Update
Manikarnika-Ghat-Varanasi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সারাদেশে গ্রীষ্মের দাবদাহে প্রাণ যায় যায় অবস্থা। ঘর থেকে বের হলেই প্রখর রোদ যেন শরীর পুড়িয়ে দিচ্ছে। হিট স্ট্রোকের ঘটনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। যার কারণে মানুষ মারাও যাচ্ছে। বারাণসীর মণিকর্ণিকা ঘাটে গরমে মৃতের সংখ্যা বৃদ্ধির ভয়াবহ চিত্র বেশ কয়েকদিন ধরেই দৃশ্যমান। এখানে দেহের লাইন। অবস্থা এমন যে, দেহ পোড়ানোর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

Manikarnika - The Burning Ghat, Varanasi - Tripoto

বারাণসীর প্রাচীন শ্মশান মণিকর্ণিকাতে মৃতদেহের লাইন তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর সবচেয়ে বড় কারণ প্রচণ্ড গরমে মানুষের দ্রুত মৃত্যু। বৃহস্পতিবার, ৩০ মে মণিকর্ণিকা ঘাটে শ্মশানে আসা মৃতদেহের সংখ্যার আকস্মিক বৃদ্ধি গোটা ব্যবস্থাকেই যেন স্তব্ধ করে দিয়েছিল। ঘাটে চার শতাধিক দেহ আনা হয়েছে, যা স্বাভাবিক দিনের তুলনায় তিনগুণ বেশি। শ্মশানের দিকে যাওয়ার রাস্তায় ছিল তীব্র যানজট। মৃতদেহের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে জায়গার স্বল্পতা দেখা দেয় এবং একটির উপরে আরেকটি মৃতদেহ ফেলে রাখতে হয়েছিল।

Add 1