নিজস্ব সংবাদদাতা : লাভ জিহাদের বিরুদ্ধে এবার একটি কমিটি গঠন করছে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশ সরকার। আর এবার দেবেন্দ্র ফড়নবীশের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন মহারাষ্ট্রের মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা। তিনি বলেন '' সারা দেশে লাভ জিহাদের কেস বেড়েই চলেছে। যখন কেউ এর বিরুদ্ধে পদক্ষেপ নেয় তখন রইস শেখের মতো লোকেরা তার বিরোধিতা করে। এরা কি লাভ জিহাদকে প্রশ্রয় দিতে চাইছে ? আমি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ''