নিজস্ব সংবাদদাতা : সমবন্টন! নারী সংরক্ষণ বিল এখন আলোচ্য বিষয় সব মহলেই। কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদনের পর মঙ্গলবার তা পেশ হতে চলেছে নতুন সংসদ ভবনের অধিবেশনে। এবার মোদী সরকারের নারীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে গর্বিত বোধ করছেন বিজেপি সাংসদ মানেকা গান্ধী। তিনি বলেন," বিলটি ভবিষ্য়তে ভারতের নারীদের সমান অংশ দেবে।" মানেকা গান্ধীর কথায়, "আমি এই মুহূর্তের অংশ হতে পেরে গর্বিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গভীর মূলে থাকা অসামঞ্জস্যতা মেরামত করার এবং ভারতের ভবিষ্যতে আমাদের সকল নারীকে সমান অংশ দেওয়ার উদ্যোগ নিয়েছে।"