নিজস্ব সংবাদদাতাঃ অবিরাম ভারী বৃষ্টির (Heavy Rainfall) জেরে বিশাল খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচল প্রদেশের। জলের তলায় চলে গিয়েছে একাধিক বাড়ি। বন্ধ হয়ে গিয়েছে ট্রেন পরিষেবা, এমনকি ফাটল ধরেছে রাস্তাতেও। এদিকে সোশ্যাল মিডিয়ায় এক ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিয়াস নদীর স্রোতে তলিয়ে গেছে মান্ডির বিখ্যাত পঞ্চভক্ত্র মন্দির।
হিমাচল প্রদেশের সাতটি জেলায় 'রেড' অ্যালার্ট জারি করে আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে জাতীয় রাজধানী এবং এর আশেপাশের এলাকায় ট্র্যাফিক জ্যাম এবং বেশ কয়েকটি জায়গায় মারাত্মকভাবে জল জমে গিয়েছে।