নিজস্ব সংবাদদাতা : সরকারি ভবনে চলছিল বৈঠক। মারাঠা সংরক্ষণ ইস্যুতে গুরুত্ব পূর্ণ মিটিং করছিলেন মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাতিল। আর তখনই কিনা রাগ-ক্ষোভ হলুদ হয়ে বর্ষিত হল তার ওপর। এ কী কাণ্ড! সরকারি ভবনে ঢুকে মন্ত্রীর মাথায় হলুদ গুঁড়ো ঢালার অভিযোগ। প্রশ্নের মুখে নিরাপত্তা। রাখাল সম্প্রদায়ের দুই ব্যক্তি মন্ত্রীর দুপাশে দাঁড়িয়ে ছিলেন। আচমকাই পকেট থেকে হলুদ গুঁড়ো বের করে একজন মন্ত্রীর মাথায় ঢেলে দেন। যদিও পালাতে পারেনি। মন্ত্রীর সহযোগীরা ব্যক্তিকে ধরে ফলে।
ঘটনাটি ঘটেছে সোলাপুর জেলার সরকারি রেস্ট হাউসে। অভিযুক্ত শেখর বাঙ্গালে তার সম্প্রদায়ের সমস্যাগুলির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন আজব কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে। এমনকি তফসিলি উপজাতি (এসটি) বিভাগের অধীনে সংরক্ষণের জন্য ধনগর সম্প্রদায়ের দাবির পুনরাবৃত্তিও করেছিল ওই ব্যক্তি। সতর্ক করে বলে যে দাবিটি শীঘ্রই পূরণ না হলে মুখ্যমন্ত্রী বা অন্যান্য রাজ্যের মন্ত্রীদের দিকেও কালো রঙ ছুঁড়বে। যদিও যার ওপর হলুদ ছোঁড়া হয়েছে সেই মন্ত্রী বিষয়টাকে অন্যভাবে দেখছেন। তার কথায়, ধর্মীয় আচার-অনুষ্ঠানে হলুদের গুঁড়া ব্যবহার করা হয় এবং এটি পবিত্র বলে বিবেচিত হয়। তিনি বলেন, এটা আনন্দের বিষয়। তিনি যোগ করেছেন যে তিনি প্রতিবাদকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে বলেননি। এদিকে তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযুক্তকে মারধরের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মন্ত্রী বলেন যে কী ঘটেছে তা মুহূর্তে কেউ বুঝতে পারেনি, তাই এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। তিনি বলেন, তিনি দলীয় কর্মীদের লোকটির পেছনে না যেতে বলেছেন।