নিজস্ব সংবাদদাতা: কারুর অ্যাকাউন্টে যদি ব্যাঙ্ক ভুল করে টাকা ট্রান্সফার করে, তাহলে তা ফেরত পাওয়ার প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং বিতর্কিত হয়ে উঠতেও পারে। আবার গড়াতে পারে আদালত পর্যন্ত। এক্ষেত্রে যাঁর অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, তিনি ওই টাকা ফেরত দেবেন কি না, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। ফলে, এই ব্যাপারে ব্যাঙ্ককে রীতিমতো সতর্কতা নিতেই হবে।
দেশে বার বার এমন ঘটনা ঘটছে, যেখানে দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক ভুল করে তার কোনও গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছে, তাও আবার তার পরিমাণ ছোটখাটো নয়। এবার জানা গেছে যে চেন্নাইয়ের বাসিন্দা মহম্মদ ইদ্রিসের অ্যাকাউন্ট ছিল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে। শনিবার তিনি বন্ধুর অ্যাকাউন্টে অনলাইনে ২০০০ টাকা পাঠিয়ে দেন। এর পরে ব্যালেন্স চেক করতে গিয়েই হতবাক হয়ে যান ইদ্রিস। তিনি দেখেন যে তাঁর অ্যাকাউন্টে সর্বমোট ৭৫৩ কোটি টাকা রয়েছে এখন। কোটাক মাহিন্দ্রা জানায় যে তাদের ভুল। ইদ্রিস যাতে সেখান থেকে টাকা তুলতে না পারেন তাই তারা আপাতত অ্যাকাউন্টটি ফ্রিজ করে দিয়েছে।