কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার! বলে দিলেন বিধায়ক

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করে দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের, দাবি করলেন দিল্লির বিজেপি বিধায়ক রামবীর সিং বিদুরি। ক্লিক করে পড়ুন বাকিটা।

author-image
Anusmita Bhattacharya
New Update
kalyan-banerjee

নিজস্ব সংবাদদাতা: দিল্লির বিজেপি বিধায়ক রামবীর সিং বিদুরি বলেন, 'রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সাংসদ ভারতের উপরাষ্ট্রপতি এবং এক কৃষকের সন্তানকে অপমান করেছেন। এই অপমান ভারতের সমস্ত কৃষকদের অপমান। রাহুল গান্ধী উচিত দেশের কাছে ক্ষমা চাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা। যতক্ষণ না এমনটা হবে ততক্ষণ কৃষক শ্রমিক এবং দেশের সমস্ত গরিব মানুষরা রাস্তায় আন্দোলন চালাবে'।

 

#WATCH | Delhi BJP MLA Ramvir Singh Bidhuri says, "Rahul Gandhi and one of Mamata Banerjee's MPs have insulted India's Vice President and the son of a farmer. This is an insult to all the farmers of the country...Rahul Gandhi should apologise to the country and Vice President… https://t.co/13CRxNfxsX pic.twitter.com/Qkr3S9sFhf

— ANI (@ANI) December 21, 2023

 

>