৪০টি আসনে কংগ্রেস জিততে পারবে কি না সন্দেহ! কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেস লোকসভা নির্বাচনে ৪০টি আসন জিততে পারবে কি না সন্দেহ। তৃণমূল সুপ্রিমো বলেন, ইন্ডিয়া ব্লকের সদস্য হওয়ার পরেও আমাদের জানানো হয়নি। আমি প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি।

author-image
Tamalika Chakraborty
New Update
mamata banerjee tmc.jpg

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কংগ্রেস ৪০টি আসনও জিততে পারবে কি না, আমার সন্দেহ রয়েছে। আমি দুটি আসন অফার করেছিলাম তাদের জিততে দিতাম। কিন্তু কংগ্রেস আরও আসন চেয়েছিল। আমি বলেছিলাম, ঠিক আছে সবকটিতে প্রতিদ্বন্দ্বিতা করুন। এরপর থেকে কংগ্রেসের সঙ্গে কোনও কথা হয়নি। তারা পশ্চিমবঙ্গে একটা অনুষ্ঠানের জন্য এসেছে। কিন্তু ইন্ডিয়া ব্লকের সদস্য হওয়ার পরেও আমাদের জানানো হয়নি। আমি প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। তারা ডেরেককে ডেকে অনুরোধ করেছিল, যেন অনুমতি দেওয়া হয়।"