নিজস্ব সংবাদদাতা: আজ লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে। এবার এই নিয়ে মন্তব্য করলেন বিহারের বিজেপি রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী। তিনি বলেন, 'সাংসদ হিসেবে মহুয়া মৈত্র যেটা করেছেন তার থেকে বোঝা যাচ্ছে যে এই মানুষগুলো গণতন্ত্রকে বৈদেশিক শক্তির হাতে সঁপে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল তদন্তের নির্দেশ দেওয়া, কিন্তু তিনি সেটা করেননি। এটা গণতন্ত্র এবং সাংসদরা যে তদন্ত করেছে তার থেকে প্রদর্শিত হয় যে মোদি সরকার ক্রমাগত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে'।