'ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়'

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এ কি জানানো হল?

author-image
Aniket
New Update
mamataang

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইট করে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, "ভয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এক কোটি তেইশ লক্ষ একাত্তর হাজার বাইশটি পরিবার 'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা'কে  বেছে নিয়েছে। এই কারণেই ভয় পেয়েছেন তিনি। আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এর মতো কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধাগুলি থেকে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) লোকদের বঞ্চিত করছেন। এখন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ব্যাপক জনপ্রিয়তা বিশ্লেষণ করার পরে, তিনি পশ্চিমবঙ্গে প্রকল্পটি বন্ধ করতে প্রশাসনের অপব্যবহার করছেন"। এছাড়াও শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে উজ্জ্বলা যোজনার সাফল্যকে ট্যুইটে তুলে ধরেছেন। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রথম পর্যায়:- ভারতে মোট সংযোগ - ৮ কোটি। পশ্চিমবঙ্গে সংযোগ - অষ্টআশি লক্ষ আট হাজার দুইশ পঁচাত্তর। মোট সংযোগের ১১ শতাংশ। উজ্জ্বলা ২.০ পরিকল্পনা:- ভারতে মোট সংযোগ - দুই কোটি ছয় লাখ ছত্রিশ হাজার নব্বই। এলপিজি সংযোগ ৮ জানুয়ারী, ২০২৪ অনুযায়ী পশ্চিমবঙ্গে সংযোগ পঁয়ত্রিশ লক্ষ বাষট্টি হাজার সাতশ সাতচল্লিশ। মোট সংযোগের ১৭.২৬ শতাংশ। আমি এই বিষয়ে তার হস্তক্ষেপ চেয়ে মুখ্য সচিবের কাছে একটি চিঠি লিখেছি"।

 

hiring 2.jpeg

এ এআ  এ এ এ এ এ এ এ  এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ  এ এ এ  এ এ এ  এ এ  এ এ  এ এ  এ এ  এ এ এ  এ  এ এ এ  এ এ  এ  এ  এ এ  এ এ  এ এ  এ  এ এ  এ এ  যান  না না না না না না না নন না না না না না না নন না না না না নক ক   ক ক লো  কক ড ড ড ড