নিজস্ব সংবাদদাতা: এবার পাহেলগাঁও ইস্যুতে মমতাকে সরাসরি নিশানা তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/2024/12/11/ovJ2zzXZ26JTXE6pzxQg.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরে যেতেই পারেন তার কোন চিন্তা নেই।। প্রতিবছর রেড রোডে কালমা পড়ে পড়ে তার অভ্যাস হয়ে গেছে।।" তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।