কথা রাখলেন মুখ্যমন্ত্রী, মাত্র ৫ মিনিট বলতে দেওয়াই বেরিয়ে এলেন বৈঠক থেকে

নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mamata sadq2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকালই বলেছিলেন যদি তাঁর ভয়েস রেকর্ড করা হয়, তাহলে তিনি বলবেন। আর তা না হলে তিনি বৈঠক থেকে বেরিয়ে আসবেন। এই ভাবেই প্রতিবাদ জানাবেন। আর আজ তেমনটাই ঘটলো। নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘এটা অপমানজনক’।

এদিন বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিরোধীদের তরফ থেকে একমাত্র প্রতিনিধিত্ব করছিলাম আমি। একমাত্র বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এখানে যোগ দিয়েছিলাম। অথচ যেখানে বিজেপি সমর্থিত মুখ্যমন্ত্রীরা ১০ মিনিট, ১২ মিনিট আবার ২০ মিনিট পর্যন্ত বলার সুযোগ পেয়েছে, সেখানে আমি মাত্র ৫ মিনিট বলা মাত্রই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। এটা অপমানজনক। আমার রাজ্যের সাথে সাথেই অন্যান্য রাজ্যেরও দুঃখ-দুর্দশার কথা আমি তুলে ধরছিলাম। কিন্তু আমায় বলতে দেওয়া হয়নি। আমি বাজেট নিয়ে বলি, ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা পায়নি এখনও সেটা নিয়েও বলি। কিন্তু শেষ করার আগেই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়”।

Adddd