নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্যের প্রসঙ্গে হরিয়ানার মন্ত্রী অনিল বিজ বলেছেন, " মহাকুম্ভের সময় সঙ্গমে পবিত্র স্নানকারীদের নিয়ে মন্তব্য করে তিনি হিন্দু ধর্মকে অপমান করেছেন। ধর্ম বিশ্বাসের বিষয়। আমাদের সংবিধান আমাদের ইচ্ছামতো আমাদের ধর্ম পালন করার অনুমতি দেয়। মল্লিকার্জুন খাড়গজির সমগ্র হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। ''
/anm-bengali/media/post_attachments/thumb/width-1200,height-900,imgsize-96322,resizemode-75,msid-88585933/news/politics-and-nation/haryana-minister-anil-vij-said-he-offered-to-resign-from-cabinet-when-told-he-may-lose-home-deptartment.jpg)
/anm-bengali/media/media_files/y6Pw1zhd4mnGqkpqxBdh.jpg)
তিনি আরও বলেন যে, " খাড়গজি, না জেনে আরএসএস সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। আপনি যদি আরএসএস কী তা বুঝতে চান তবে আপনার 'শাখা'-তে যাওয়া উচিত। "