কোথায় লোকসভার নিরাপত্তা? ফের প্রশ্ন তুললেন খাড়গে

লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। গোটা দেশজুড়ে এহেন ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
SADS

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনকাণ্ডকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। আজ লোকসভা থেকে শুরু করে রাজ্যসভা এই ইস্যুকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মাঝে এবার বড় পদক্ষেপ নিলেন রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। গতকালের ঘটনা নিয়ে এবার সটান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি লিখলেন সাংসদ। চিঠিতে তিনি লিখেছেন, 'সংসদের নিরাপত্তা লঙ্ঘন একটি অত্যন্ত গুরুতর ঘটনা যা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমি সংসদে ইন্ডিয়া জোটের ফ্লোর নেতাদের সাথে পরামর্শ করে একটি বিবেচিত দৃষ্টিভঙ্গিতে পৌঁছেছি যে বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি রাজ্য পরিষদের (রাজ্যসভার) বিধি ও পদ্ধতির বিধি ২৬৭ এর অধীনে উত্থাপন করা দরকার।‘ বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, যতক্ষণ না স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বিবৃতি দেন এবং বিধি ২৬৭-এর অধীনে আলোচনা করেন, ততক্ষণ পর্যন্ত সংসদে অন্য কোনও কাজ করা উচিত নয়।