ধনখড় বনাম খাড়গে, বিস্ফোরক চিঠি দিলেন নেতা, চমকে গেল দেশ

চিঠিতে কী লেখা আছে জানেন? জানলে চমকে উঠবেন।

author-image
SWETA MITRA
New Update
kharge dhankhar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে যেন দেশজুড়ে মহা রাজনৈতিক নাটক শুরু হয়েছে। আজ সকবার কংগ্রেস সভাপতি রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) ফের একবার নতুন করে চিঠি লিখেছেন। এই চিঠিতে খাড়গে জানিয়েছেন যে তিনি বর্তমানে দিল্লির বাইরে থাকায় উপ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন না। চিঠিতে আরও বলা হয়, 'চেয়ারম্যান হলেন সংসদের রক্ষক এবং সংসদের মর্যাদা সমুন্নত রাখা, সংসদীয় সুযোগ-সুবিধা রক্ষা করা এবং সংসদে বিতর্ক, আলোচনা উত্তরের মাধ্যমে সরকারকে জবাবদিহি করার জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা উচিত। এটা দুঃখজনক হবে যখন ইতিহাস প্রিজাইডিং অফিসারদের বিতর্ক ছাড়াই পাস হওয়া বিলগুলির জন্য কঠোরভাবে বিচার করে এবং সরকারের কাছ থেকে জবাবদিহিতা চায় না।‘