নিজস্ব সংবাদদাতাঃ শীঘ্রই ঘটতে চলেছে দীর্ঘদিনের অপেক্ষার অবসান। লোকসভা নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে। দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে উত্তেজনা এখন তুঙ্গে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কংগ্রেসের ইস্তেহারকে মুসলিম লীগের সঙ্গে তুলনা করেছে। তাঁর এই বিবৃতি নিয়ে দেশের রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে আজ টুইট করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইট করে বলেছেন, “মোদী-শাহের রাজনৈতিক ও আদর্শিক পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামে ভারতীয়দের বিরুদ্ধে ব্রিটিশ ও মুসলিম লীগকে সমর্থন করেছিলেন। আজও তারা সাধারণ ভারতীয়দের আশা-আকাঙ্ক্ষা, চাহিদা ও চাহিদা অনুযায়ী পরিচালিত ও রূপায়িত 'কংগ্রেস ন্যায়পত্র'-এর বিরুদ্ধে মুসলিম লীগকে আহ্বান জানাচ্ছে।”
তিনি আরও বলেছেন, “মোদী-শাহের আদর্শিক পূর্বপুরুষরা ১৯৪২ সালে মহাত্মা গান্ধীর "ভারত ছাড়ো" আহ্বানের বিরোধিতা করেছিলেন, যা মৌলানা আজাদের নেতৃত্বে আন্দোলন ছিল। ১৯৪০-এর দশকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কীভাবে বাংলা, সিন্ধু ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিলেন, তা সবারই জানা।”
খাড়গে আরও জানান, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি তৎকালীন ব্রিটিশ গভর্নরকে চিঠি লেখেননি যে কীভাবে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের "মোকাবিলা" করা যায় এবং কীভাবে কংগ্রেসকে দমন করা যায়? আর এ জন্য তিনি বলেন, ভারতীয়দের ব্রিটিশদের ওপর আস্থা রাখতে হবে। মোদী-শাহ এবং তাদের মনোনীত সভাপতি আজ কংগ্রেসের ইস্তাহার নিয়ে মিথ্যা প্রচার করছেন।”
তিনি জানিয়েছেন যে, মোদীজির ভাষণে আরএসএসের দুর্গন্ধ রয়েছে, বিজেপির ভোটার গ্রাফ দিনে দিনে নীচে নামছে, তাই আরএসএস তার সেরা বন্ধু মুসলিম লীগকে স্মরণ করতে শুরু করেছে। সত্য একটাই যে, কংগ্রেসের ন্যায় পাত্র ভারতের ১৪০ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাদের সম্মিলিত শক্তি মোদীজির ১০ বছরের অবিচারের অবসান ঘটাবে।