হিসেবের মধ্যেই নেই OBC শ্রেণীর মানুষ! উঠল গুরুতর অভিযোগ

জনসংখ্যার (Cencus) বিচারে চীনকে (China) ছাপিয়ে গিয়েছে ভারত (India)। অনেকেই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) জনসংখ্যা প্রসঙ্গে একাধিক প্রশ্ন উত্থাপন করেছেন।

author-image
Pritam Santra
New Update
India China

নিজস্ব সংবাদদাতা: জনসংখ্যার (Cencus) বিচারে চীনকে (China) ছাপিয়ে গিয়েছে ভারত (India)। অনেকেই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) জনসংখ্যা প্রসঙ্গে একাধিক প্রশ্ন উত্থাপন করেছেন। খাড়গে সামাজিক মাধ্যমে বলেছেন, "সাধারণ আদমশুমারিতে এসসি (SC), এসটি (ST) শ্রেণীর জনসংখ্যার ব্যাপারে জানানো হয়েছে। কিন্তু ওবিসি (OBC) শ্রেণীর ব্যাপারে কিছু জানা যায়নি। যার ফলে তাদের সংরক্ষণের সঠিক অনুপাত নির্ধারণ করা হয়নি।"