'স্বচ্ছ নির্বাচন হওয়া উচিত, না হলে…', পঞ্চায়েত ভোটের হিংসায় উদ্বিগ্ন খাড়গে

শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মৃত্যু হয়েছে ১৫ জনের। আর নির্বাচনের দিন ঘোষণার পর থেকে মৃত্যু হয়েছে ৩১ জনের।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
mallikarjun-kharge

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ একদফায় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয়েছে ৮ জুলাই, শনিবার। আর সেই ভোটকে কেন্দ্র করে দিনভর অশান্ত থেকেছে গোটা বাংলা। যেন এক ‘রক্তক্ষয়ী’ ভোটের সাক্ষী হয়েছে বাংলা। যা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছে। ভোটের পরদিন রবিবার পশ্চিমবঙ্গের ‘রক্তক্ষয়ী’ পঞ্চায়েত ভোট প্রসঙ্গে দিল্লিতে তীব্র নিন্দা করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। স্বচ্ছ ভোটের দাবি জানিয়ে রাজ্যে গণতন্ত্র বজায় রাখার কথাও বললেন তিনি।

রবিবার রাতে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পঞ্চায়েত ভোটে হিংসার তীব্র নিন্দা করে তিনি বলেন, "আমি এই হিংসার (পঞ্চায়েত ভোটে) তীব্র নিন্দা জানাচ্ছি। সেখানে (পশ্চিমবঙ্গে) স্বচ্ছ নির্বাচন হওয়া উচিত। নয়তো গণতন্ত্র থাকবে না।"