নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এক নক্ক্যারজনক ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সাগরের খুরাইয়ে এক দলিত যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে আক্রমণ করেছেন। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইট করেছেন যে, ‘মধ্যপ্রদেশের সাগর জেলায় এক দলিত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গুন্ডারা তার মাকেও রেহাই দেয়নি। সাগরে সন্ত রবিদাসের মন্দির নির্মাণের ভান করা প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে দলিত ও আদিবাসীদের উপর ক্রমাগত নিপীড়ন ও অবিচারকে দেখেও দেখছেন না। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শুধু ক্যামেরার সামনে সুবিধাবঞ্চিতদের পা ধুয়ে নিজের অপরাধ আড়াল করার চেষ্টা করেন। বিজেপি মধ্যপ্রদেশকে দলিত নিপীড়নের পরীক্ষাগারে পরিণত করেছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে দলিতদের বিরুদ্ধে অপরাধের হার সবচেয়ে বেশি, যা জাতীয় গড়ের তিনগুণ। এবার মধ্যপ্রদেশের মানুষ বিজেপির শিকার হবেন না, সমাজের বঞ্চিত ও শোষিত অংশকে হয়রানি করার জবাব আপনি কয়েক মাস পরেই পাবেন। বিজেপির চলে যাওয়া নিশ্চিত।‘