নিজস্ব সংবাদদাতাঃ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল কেমন হবে? সেই নিয়ে কার্যত আজ বুধবার ইঙ্গিত দিয়েই দিলেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আজ কর্ণাটকের কালবুর্গিতে খাড়গে বলেছেন, "পাঁচটি রাজ্যের নির্বাচনের কাজ ভালোভাবে চলছে। আমরা আত্মবিশ্বাসী যে আমরা পাঁচটি রাজ্যেই জয়ী হব। বিজেপির জন্য অ্যান্টি-ইনকাম্বেন্সি রয়েছে। মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কারণে মানুষ বিরক্ত। বিজেপি তাদের কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি। অশোক গেহলট এবং ভূপেশ বাঘেল রাজস্থান ও ছত্তিশগড়ে ভাল কাজ করছেন। সেখানে কোনো সমস্যা নেই। শিবরাজ সিং চৌহানের কারণে মধ্যপ্রদেশে সমস্যা রয়েছে। জনগণ তার বিরুদ্ধে। সুতরাং, আমরা আশা করি যে পাঁচটি রাজ্যেই আমাদের সরকার আসবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে।“
এদিন খাড়গের কাছে এই পাঁচ রাজ্যের ভোট ২০২৪ সালের লোকসভার নির্বাচনের সেমি-ফাইনাল হবে কি না জানতে চাওয়া হলে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "না, তা নয়। প্রতিটি রাজ্যের বিভিন্ন নির্বাচনী ইস্যু রয়েছে, সেই অনুযায়ী ভোট গ্রহণ করা হয়। সংসদ নির্বাচন বিধানসভা নির্বাচন থেকে আলাদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি নির্বাচনকে তাকে নির্বাচিত করার জন্য একটি নির্বাচন বলে অভিহিত করেন - পৌর নির্বাচন, বিধানসভা নির্বাচন। তিনি কি নিজেই মুখ্যমন্ত্রী হতে চলেছেন? সুতরাং, জনগণ স্থানীয় নেতাদের ভোট দেয়, যারা কাজ করেছেন এবং তাদের সমস্যার সমাধান করেছেন।“
রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে ৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সেমি-ফাইনাল হিসাবে বিবেচিত গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে পাঁচটি রাজ্যের ভোট গণনা ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
শুনুন তাঁর বক্তব্য...
#WATCH | Kalaburagi, Karnataka | When asked if the 5-state elections will be a semi-final of the 2024 General elections, Congress national president Mallikarjun Kharge says, "No that is not the case. Every state has different election issues, voting is done as per those.… pic.twitter.com/CE7TCtTwfc
— ANI (@ANI) October 25, 2023
#WATCH | Kalaburagi, Karnataka | Congress national president Mallikarjun Kharge says, "The five state elections' work is going on well...We are confident that we will win all five states...There is anti-incumbency for BJP. People are annoyed due to inflation & unemployment. BJP… pic.twitter.com/ykRcYKPzaz
— ANI (@ANI) October 25, 2023