কেন টাকা চাইছে কংগ্রেস? অবশেষে ফাঁস করলেন খাড়গে

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দলের জন্য 'ডোনেট ফর দেশ' (Donate for Desh) ক্রাউডফান্ডিং ক্যাম্পেইন শুরু করেছেন।

author-image
SWETA MITRA
New Update
khargee.jpg

নিজস সংবাদদাতাঃ  'ডোনেট ফর দেশ' শুরু করেছে কংগ্রেস। এটি একটি ক্রাউডফান্ডিং ক্যাম্পেইন। আর এই বিশেষ কর্মসূচির সূচনা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)  তিনি বলেন, "এই প্রথম কংগ্রেস দেশের জন্য মানুষের কাছে অনুদান চাইছে। আপনি যদি শুধুমাত্র ধনী ব্যক্তিদের উপর নির্ভর করে কাজ করেন, তাহলে আপনাকে তাদের নীতি অনুসরণ করতে হবে। মহাত্মা গান্ধীও স্বাধীনতা সংগ্রামের সময় জনগণের কাছ থেকে অনুদান নিয়েছিলেন।“