'এটুকুর জন্য সাসপেন্ড করে দিলেন?’, অধীরের হয়ে সুর চড়ালেন খাড়গে

আজ ফের একবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে গেল। লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করার বিষয়টি উত্থাপন করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

author-image
SWETA MITRA
New Update
adhir kharge.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তিন সপ্তাহ ধরে চলা হট্টগোলের পর আজ শেষ হতে চলেছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। যদিও নতু করে বিতর্কের সৃষ্টি হয়েছে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)-র সাসপেনশনকে ঘিরে। আজ শুক্রবার রাজ্যসভায় এই নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করার বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ‘অধীর রঞ্জন চৌধুরীকে সামান্য ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে। তিনি শুধু 'নীরব মোদী' বলেছিলেন। নীরব মানে শান্ত, চুপচাপ। আর এটুকুর জন্য আপনারা তাঁকে সাসপেন্ড করে দিলেন?’