নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর ইস্যুতে ফের একবার কেন্দ্রের মোদী সরকারকে তুলোধনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। সম্প্রতি মণিপুরে দুই পড়ুয়ার মৃত্যুকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই নিয়ে আজ বুধবার এক টুইট বার্তায় খাড়গে লেখেন, ‘১৪৭ দিন ধরে মণিপুরের মানুষ কষ্ট পাচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে যাওয়ার বিন্দমাত্র সময় নেই। চলমান হিংসায় শিক্ষার্থীদের টার্গেট করার ভয়াবহ চিত্র আবারও পুরো জাতিকে হতবাক করে দিয়েছে। এটা এখন স্পষ্ট যে এই দ্বন্দ্বে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। সুন্দর রাজ্য মণিপুর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, সবই বিজেপির কারণে। মণিপুরের অযোগ্য মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি আরও কোনও অশান্তি নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হবে।‘