নিজস্ব সংবাদদাতা : নির্বাচনমুখী ছত্তিশগড়ে সম্প্রতি সফর সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক প্রকল্পের শিলান্যাসও করেছেন। কংগ্রেস শাসিত রাজ্যে এবার বিজেপির আসল উদ্দেশ্য় ফাঁস হয়ে গেল। ফাঁস করলেন মল্লিকার্জুন খার্গে। প্রধানমন্ত্রী কেন গিয়েছিলেন? কী তার উদ্দেশ্য?
বর্ষীয়ান কংগ্রেস নেতার কথায়, প্রধানমন্ত্রী ছত্তিশগড়ে গিয়েছিলেন রাজ্য সরকারের সমালোচনা করতে। গালাগাল করতে। খার্গে কটাক্ষের সুরে বলেন, প্রধানমন্ত্রী মোদী ছত্তিশগড়ে এসে এখানকার জল, বন ও জমি নিয়ে কিছু বলবেন না। এমনকি, কংগ্রেস নেতা প্রসঙ্গ টানেন স্টিল ফ্যাক্টরির। বলেন, ''একদিকে, কংগ্রেস জনগণের জন্য ভাল করছে, অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদী এখানে 'নাগারনার স্টিল ফ্যাক্টরি'-র বেসরকারীকরণ করতে চান, যা ২০০৯ সালে কংগ্রেস দান করেছিল।এই গাছটি সরকারের হাতে থাকলে গরিবরা উপকৃত হবে, যুবক ও হাজার হাজার মানুষ এতে চাকরি পাবে।তাই আমরা স্টিল প্ল্যান্টের জন্য জোর লড়াই করব।''
বিদ্রূপের সুরে খার্গে এও বলেন, ''আসুন আমরা প্রধানমন্ত্রী মোদীকে বলি যে ছত্তিশগড়ের ন্যায় যোজনা সারা দেশে প্রশংসিত হচ্ছে। ছত্তিশগড়ে ৫ বছরে সরাসরি সুবিধার মাধ্যমে ঞ্চিতদের কাছে ২.২লক্ষ কোটি টাকা স্থানান্তর করা হয়েছিল। এই কাজের কারণে ছত্তিশগড়ের ৪০ লক্ষ মানুষ ৫ বছরে দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছে।ছত্তিশগড়ের মানুষের আয় বেড়েছে ৩৮ শতাংশ।''
একদিকে বিধানসভা নির্বাচন, সামনেই আবার লোকসভা নির্বাচন। ভোটের আবহাওয়ায় নজরে এখন ছত্তিশগড়। এবার স্টিল প্ল্যান্ট নিয়ে রাজনৈতিক লড়াই শুরু।